ইনসাইড বাংলাদেশ

তফসিল ঘোষণায় যা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিক ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর, ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

এর আগে আজ সন্ধ্যা ৭ টা থেকে সিইসি তাঁর ভাষণ শুরু করেন। ভাষণের শুরুতেই তিনি ভোটের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা জানান। নির্বাচন কমিশনের বিস্তারিত প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি এই বিষয়গুলো বলেন,

  • তফসিল ঘোষণার আগে সবদলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান সিইসি।
  • নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। সির্ভিল প্রশাসনের অধীনে তারা কাজ করবে।
  • প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে, কারচূপি কমে যায়।
  • সীমিত পরিসরে শহরাঞ্চলে দৈবচয়ন ভিত্তিতে ইভিএম ব্যবহার করা হবে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭