ইনসাইড বাংলাদেশ

একতরফা ভাবে নির্বাচনের তফসিল: বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একতরফা ভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সংলাপ করে তফসিল পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তা হয়নি। জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে।

এর আগে আজ সন্ধ্যা সোয়া ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিক ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর, ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭