ইনসাইড গ্রাউন্ড

আরামবাগের কর্মকর্তারা ম্যাচ হেরে রেফারিকে মারলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ঘটে গেল এক আপত্তিকর এক ঘটনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে আরামবাগ ক্রীড়া সংঘের খেলা চলাকালীন একদম শেষ মুহূর্তে রেফারিকে পেটানোর মতো লজ্জাজনক ঘটনা ঘটেছে।

নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সে সময় দুই দলই ২-২ গোলে সমতায় ছিল। ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ শেষ হওয়ার প্রায় অন্তিম মুহূর্তে আরামবাগের জালে বল জড়িয়ে আবাহনীকে লিড এনে দেন বেলফোর্ট। কিন্তু এরপরই ঘটে যায় রেফারিকে পেটানোর মতো ন্যাকারজনক ঘটনা।

ডাগ আউট থেকে বেড়িয়ে এসে মাঠের মধ্যেই সহকারী রেফারি হারুন-উর-রশিদকে পেটাতে শুরু করেন আরামবাগের এক কর্মকর্তা! তাঁকে সঙ্গ দিতে থাকেন সাপোর্টিং স্টাফরা। কিল-ঘুষি ও পানির বোতল দিয়ে পুলিশের সামনেই রেফারিকে মারতে থাকেন আরামবাগের লোকজন। কয়েকজন আইস বক্স দিয়ে পেটাতে থাকেন এলোপাথারিভাবে। মিনিট তিনেক মারার পর আরামবাগের কর্মকর্তারা শান্ত হন। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে রেফারিকে সেখান থেকে নিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বড় কোন আহতের শিকার হননি এই সহকারী রেফারি।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭