ইনসাইড গ্রাউন্ড

শক্তিশালী মিয়ানমারের কাছে ৫ গোলের হার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/11/2018


Thumbnail

বাংলাদেশ নারী ফুটবল দলের চেয়ে শক্তি সামর্থ্যের সব দিক থেকে এগিয়ে মায়ানমার। এর আগে মায়ানমারের সঙ্গে কখনোও মুখোমুখি হয়নি নারী দল। অচেনা ও শক্তিশালী দলের সঙ্গে পেরে উঠবে না বাংলাদেশ সেটা অনেকটাই অনুমেয়ই ছিল। বৃহস্পতিবার বৃহস্পতিবার ইয়াঙ্গুনে অলিম্পিক ফুটবলের বাছাই পর্বের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

মেয়েদের ফুটবল দলটা পুরোটাই তারুণ্য নির্ভর একটি দল। অধিনায়ক সাবিনা খাতন ছাড়া দলের সবাই বয়সভিত্তিক দলের সদস্য। প্রায় ২১ মাস পড়ে জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা যে মায়ানমার থেকে অনেকাংশেই পিছিয়ে থাকবে সেটা জানা ছিল। প্রথমার্ধে ২ গোলের পর দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচ শেষে মায়ানমার যে সবদিক থেকে এগিয়ে সেটাই জানালেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘মিয়ানমার আমাদের চেয়ে সব দিক থেকে এগিয়ে। এ ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। কারণ, ওদের সঙ্গে এর আগে আমরা কখনো খেলিনি। আমরা চেষ্টা করেছি নিজেদের সেরা খেলাটা দেওয়ার।‘

বাংলাদেশ তাঁদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১১ নভেম্বর ভারতের বিরুদ্ধে।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭