ইনসাইড পলিটিক্স

অলির মান ভাঙ্গালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/11/2018


Thumbnail

সাত মাস পর ২০ দলীয় জোটে উপস্থিত হলেন এই জোটের অন্যতম নেতা এলডিপি সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদ। ২০ দলকে গুরুত্ব না দেয়া এবং এই জোটে বিএনপির একক আধিপত্যের প্রতিবাদে তিনি গত সাত মাস ধরে, খালেদা জিয়া কারান্তরীনের পর থেকেই মূলত ২০ দলে নিস্ক্রিয় ছিলেন। এ সময় তিনি ২০ দলের একজন কট্টর সমলোচকও ছিলেন। ২০ দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ব্যাপারে তাঁর নেতিবাচক মন্তব্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। ২০ দলের অনুষ্ঠিত গত ৫ টি বৈঠকের একটিতেও উপস্থিত হননি।

গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফোন করেন। আবেগঘন হয়ে ফখরুল অলিকে বলেন, ‘বিএনপির আপনি প্রতিষ্ঠাতা সদস্য।  বিএনপির এই দুর্দিনে আপনাকে প্রয়োজন। আপনাকেই ২০ দলের সমন্বয়কের দায়িত্ব দেয়া হবে।’

২০ দলের সমন্বয়কের শর্তে তিনি মিটিংয়ে আসেন এবং সভাপতিত্ব করেন। এই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও আলোচনা করা হয়। এই বৈঠক থেকে বের হয়ে তিনি সংবাদ সম্মেলনেও মূল বক্তব্য রাখেন।



বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭