ইনসাইড গ্রাউন্ড

নারী বিশ্বকাপে টাইগ্রেসদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/11/2018


Thumbnail

ক্যারিবীয় দ্বীপে আজ পর্দা উঠছে নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ দল। বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে সালমা খাতুনের দল। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৬টায় দুই দল লড়বে নিজেদের প্রথম ম্যাচে। এর আগে রাত ৯টায় ভারত ও নিউজিল্যান্ড এবং রাত ২টায় লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।  

 `এ` গ্রুপে টাইগ্রেসদের বাকি তিন প্রতিপক্ষ হচ্ছে ২০০৯ অভিষেক আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। আসরে `বি` গ্রুপে একে অপরের বিপক্ষে লড়বে  ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

 সবশেষ ভারতের মাটিতে ২০১৬ সালের নারী টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ক্যারিবীয় মেয়েদের সামনে। নিজেদের প্রথম ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছে দলটি। অপরদিকে বাংলাদেশ নারী দলও আছে বেশ ভালো ফর্মে।  এশিয়া কাপে ভারতকে হারিয়ে নিজদের প্রমাণ দিয়েছে ইতিমধ্যেই। বিশ্বকাপে টাইগ্রেসদের উপর প্রত্যাশা তাই অনেক।

বাংলা ইনসাইডার/এজেএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭