ইনসাইড গ্রাউন্ড

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৪ লাখ টাকা করে পেয়েছেন সাফ জয়ী কিশোররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/11/2018


Thumbnail

নেপালে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতা দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাফ জয়ী কিশোর ফুটবলারদের ডিনার করানোর পাশাপাশি প্রত্যেক ফুটবলারের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও অনূর্ধ্ব ১৫ দলের কোচ ও কর্মকর্তারা পেয়েছেন ২ লাখ টাকা  করে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের আরও ভালো খেলার উপদেশ দিয়েছেন। এমন সংবর্ধনা পেয়ে আনন্দিত কিশোররা। অধিনায়ক মেহেদী হাসান জানান, ‘ভালো লেগেছে অনেক।  আমাদের স্যাররা বলেছিলেন, চ্যাম্পিয়ন হতে পারলে প্রধানমন্ত্রী আমাদের সংবর্ধনা দেবে। এখন তা পেয়ে বেশ ভালো লাগছে।’

অনূর্ধ্ব ১৫ দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ জানান, ‘প্রধানমন্ত্রী আমাদের উৎসাহিত করলেন। আরো সামনের দিকে এগিয়ে যেতে বললেন। ছেলেদের নিয়ে ছবিও তুলেছেন।’

 

বাংলা ইনসাইডার/এজেএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭