ইনসাইড গ্রাউন্ড

চোট পেয়ে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে কৌতিনহো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/11/2018


Thumbnail

ঊরুতে চোট পাওয়ার কারণে আগামী ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনা তারকা ফিলিপ কৌতিনহোকে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র’য়ের পর ফিলিপ কৌতিনহোর এই ইনজুরি ধরা পড়ে।

সব পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় কৌতিনহোর বাঁ পায়ের ঊরুতে চোট ধরা পড়েছে। মাঠের বাইরে থাকতে হবে প্রায় ৩ সপ্তাহ। আগামী রবিবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে কৌতিনহোকে দেখা যাচ্ছে না সেটা নিশ্চিত।

এদিকে, কৌতিনহো ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক দুইটি প্রীতি ম্যাচে থাকছেন না। ১৫ নভেম্বর উরুগুয়ে ও ১৯ তারিখ ক্যামেরুনের বিপক্ষে তাঁর খেলার কথা ছিল।

ইনজুরি থেকে দ্রুত ফিরতে না পারলে মাসের শেষ দিকে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও চ্যাম্পিয়নস লিগে পিএসভির সঙ্গের ম্যাচে কৌতিনহোকে দেখা নাও যেতে পারে।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭