ইনসাইড বাংলাদেশ

‘একতরফা নির্বাচন কোনোভাবে হতে দেবো না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/11/2018


Thumbnail

ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশনকে বলছি, ‘নির্বাচন পিছিয়ে দিন। আপনারা এমন ফাঁদ পেতেছেন যেন আমরা নির্বাচন করতে না পারি। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে সকল ফাঁদ ছিন্নভিন্ন করে ফেলবো। একতরফা নির্বাচন আমরা কোনোভাবে হতে দেবো না।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এদিকে শারীরিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যোগ দেন নাই ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রাজশাহী বিএনপি সুত্রে জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের এ মহাসমাবেশে যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন থান, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, কর্নেল অলি আহমদ, আন্দালিব রহমান পার্থসহ আরও অনেকে।

উল্লেখ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যফ্রন্টের আজ চতুর্থ সমাবেশ। গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে ঐক্যফ্রন্ট। এর আগে ২৪ অক্টোবর সিলেটে ও ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল ঐক্যফ্রন্ট।

বাংলা ইনসাইডার/আরকে

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭