ইনসাইড বাংলাদেশ

‘দাবি না মানলে এই তফসিল গ্রহণযোগ্য হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/11/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের কথা পরিষ্কার- নির্বাচনের মাঠ সমান করতে হবে। মিথ্য মামলায় গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় এই তফসিল গ্রহণযোগ্য হবে না।

আজ শুক্রবার বিকেলে রাজশাহীর কেন্দ্রীয় মাদ্রাসা মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় ফখরুল বলেন, রাজশাহীর মানুষের কাছে আমাদের আবেদন। আপনারা সংগ্রামী মানুষ, লড়াকু মানুষ। আমাদের মনে আছে, রাজনৈতিক আন্দোলনে রাজশাহীর কত মানুষের প্রাণ দিয়েছে। গণতন্ত্রকে রক্ষার করার এই আন্দোলনকে প্রাণ দিয়ে হলেও আমরা সফল করবই।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তারপরেও তাকে এই স্বৈরাচারী সরকার জোর করে কারাগারে নিয়ে গেছে। অসুস্থ খালেদা জিয়াকে ছোট একটা ঘরে তাঁর বিচার করা হচ্ছে। যে নেত্রী দেশের জন্য তাঁর সর্বস্ব হারিয়েছেন, যে গণতন্ত্রের জন্যে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে কারাগারে অন্ধকারে তিলে তিলে হত্যা করা হচ্ছে।’

বাংলা ইনসাইডার/বিকে

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭