কালার ইনসাইড

স্বরূপে ফিরছেন হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/11/2018


Thumbnail

ব্যান্ড তারকা হাসানকে শ্রোতারা চিনেছিল নব্বইয়ের দশকে। তবে এখনো ভুলেনি। দীর্ঘদিন গানে অনিয়মিত থাকলেও এই শিল্পীর জনপ্রিয়তার ছিঁটেফোটাও কমেনি। কিছুদিন আগে তাঁর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে দেখা যায় ভক্তদের উৎকণ্ঠা। ফেসবুক স্ট্যটাসে প্রিয় শিল্পীর জন্য দোয়া কামনাসহ আরও কত কি!

তবে এখন শারীরিক অসুস্থতা অনেকটাই কাটিয়ে উঠেছেন হাসান। খোঁজ নিতেই দিলেন সুসংবাদ। দীর্ঘদিন যে সংবাদটির জন্য দর্শকদের অপেক্ষা, সেই গান নিয়ে শিগগিরই ফিরছেন। জানালেন, ‘গান তো সবসমই করতে চাই। কিন্তু বারবার শুধু নিয়তির বেড়াজালে আটকে যাই। শারীরিক অসুস্থতা, গানের বাজারের অস্থিরতা সব মিলিয়ে মানসিক শক্তি পাই না। তবে বহুদিন ধরে একটি অ্যালবামের কাজ করছি। আশাকরি শিগগিরই সেটি প্রকাশ করবো। শ্রোতাদের দোয়া চাই।’

নাম ঠিক না হওয়া এই অ্যালবাম যে তাঁর এক সময়ের ব্যান্ড ‘আর্ক’ এর ব্যানারে আসছে না সেটিও নিশ্চিত করেছেন হাসান। নতুন প্রজন্মের একগুচ্ছ শিল্পী নিয়ে অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ করছেন। গোটা অ্যালবামটি সাজানো হচ্ছে রক ও সফট ব্যালেড ধাঁচের গান দিয়ে। তাঁর কথায়, চাইলেও ‘আর্ক’-কে ফিরিয়ে আনা যাবেনা। এটাই বাস্তবতা। কারণ ব্যান্ডের অনেকেই দেশে নেই। সবাই পেশাগত কাজে ব্যস্ত। এ জন্যই নতুন শিল্পীদের সঙ্গে কজ করা। তাছাড়া ওরাও বেশ ভালো করছে।’

সত্যি তো, চাইলেও ফিরিয়ে আনা যাবেনা ‘আর্ক’ ব্যান্ডের পুরনো ফ্লেভার। এক সময় পশ্চিমা নোটেশনে উঁচু স্কেলের গায়কির জন্য যাঁর কদর ছিল গোটা বাংলা ব্যন্ড অঙ্গনে, সেই তিনিই তো আজ স্তিমিত। 

বাংলা ইনসাইডার/ এইচপি           



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭