ইনসাইড বাংলাদেশ

কারাগার থেকে হাসপাতালে ব্যারিস্টার মইনুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে রংপুর মেডিকেলে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার আমজাদ হোসেন ডন। তবে তাঁর স্বাস্থ্য পরীক্ষার-নিরীক্ষার পর পুনরায় কারাগারে পাঠানো হবে নাকি হাসপাতালের প্রিজন ওয়ার্ডে রাখা হবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

গত ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয়। ৪ নভেম্বর তাঁকে আদালতে হাজির করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর শারীরিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানান ব্যারিস্টার মইনুল হোসেনের আইনজীবী।

গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামাতের লোক বলায় তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলা ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে রংপুরের একটি মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আ. স. ম. আবদুর রবের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭