ইনসাইড বাংলাদেশ

অভিযুক্ত এসআই বরখাস্ত, বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে একজন ট্রাক চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করায় বঙ্গবন্ধু সেতুতে অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে আজ শনিবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে এক ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের ঘটনায় সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেন যানবাহন শ্রমিকরা।    

জানা যায়, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাশে এক এসআই একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করেন। এ সময় ওই ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমণ্ডলে আঘাত করেন ঐ এসআই। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

শ্রমিক মারধরের ঘটনা ছড়িয়ে পড়লে সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাকচালকরা ৭টার পর বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের ওপর ট্রাক রেখে দিয়ে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭