ইনসাইড বাংলাদেশ

দ্বিতীয় দিনে আ. লীগের মনোনয়ন পত্র বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।  

আজ শনিবার সকাল ১০টা থেকে আওয়ামী সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনি ভবনে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়।

গতকাল শুক্রবারে মনোনয়ন পত্র বিক্রির সময় চরম অব্যবস্থাপনার কারণে আজ সকাল থেকেই দলীয় মনোনয়ন সংগ্রহ এবং জমাদানকারীদের লাইনে দাঁড় করানো হয়েছে। এর ফলে আজ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সুশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। 

আজকেও দেশের বিভিন্ন স্থান থেকে মনোনয়নপ্রত্যাশী ও সংগ্রহকারীরা ধানমন্ডি কার্যালয়ের সামনে সকাল থেকেই ভিড় করেছেন। বিভিন্ন রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রার্থীর পক্ষে মিছিল করছেন করছেন মনোনয়ন প্রত্যাশীদের শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকেরা।

উল্লেখ্য, গতকাল সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র বিক্রি ও জমাদান শুরু হয়েছে। শুক্রবারের তুলনায় আজ মনোনয়ন পত্র বিক্রয়ের ব্যবস্থাপনা ভালো লক্ষ্য করা যাচ্ছে।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭