ইনসাইড গ্রাউন্ড

সিরিজ জিততে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

 

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে আধিপত্য বিস্তার করে হারিয়ে এখন সিরিজ জিততে মরিয়া সফরকারী জিম্বাবুয়ে। আগামীকাল ১১ নভেম্বর মিরপুরে শুরু হওয়া টেস্ট ম্যাচেও প্রভাব বিস্তার করতে চায় তারা।

জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান পিটার মুর জানান, আমরা খুব আত্মবিশ্বাসী। নিজেদের ওপর বিশ্বাস আছে। ঢাকার ম্যাচটি কঠিন হবে, উইকেট ভিন্ন থাকবে। স্বাগতিকরাও জয়ের জন্য উদগ্রীব থাকবে। তবে আমরা প্রস্তুত আছি।

সিলেট টেস্ট জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে ১৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে। প্রায় ৫ বছর পর টেস্ট ম্যাচের পরাজয়ের গ্লানি থেকে বের হয়েছিল মাসাকাদজার দল। তবে এই জয়ের ধারা ধরে রাখতে চায় পুরো দল।

প্রথম টেস্ট জয়ের কথা বলতে গিয়ে মুর জানান, এটা আমার প্রথম টেস্ট জয়, আমাদের দলের আরও সাত জনের প্রথম টেস্ট জয়। সবার জন্যই জয়টি বিশেষ কিছু। কিন্তু ঘরের বাইরে টেস্ট সিরিজ জয় করা এর চেয়েও বড় মুহূর্তের জন্ম দিবে।

আগামীকাল ১১ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭