ইনসাইড বাংলাদেশ

‘৫১ শতাংশ তরুণ বর্তমান সরকারকে আবার ক্ষমতায় চায়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

দেশের ৫১ দশমিক তিন শতাংশ তরুণ ভোটার বর্তমান সরকারকে ফের নির্বাচিত করে ক্ষমতায় দেখতে চান বলে এক জরিপে উঠে এসেছে। গবেষণা ও কমিউনিকেশন স্ট্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান কলরেডি এ জরিপটি পরিচালনা করেছে।

আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গবেষণা প্রতিষ্ঠানটি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য প্রদান করেন।

একদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের ভাবনা নিয়ে পরিচালিত এ জরিপে বলা হয়েছে, ৬৮ দশমিক তিন শতাংশ মানুষ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সন্তুষ্ট। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ দশমিক পাঁচ শতাংশের ধারনা, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। ৩০ দশমিক দুই শতাংশ আওয়ামী লীগ সরকারকে চায় না। ১৮ দশমিক পাঁচ শতাংশ এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।  

গবেষণা প্রতিষ্ঠানটি এক হাজার ১৮৬ জনের মতামতের ভিত্তিতে গবেষণার ফলাফল নির্ধারণ করেছে। যাদের বয়স ছিলো ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। গবেষনা প্রতিষ্ঠানটি আরও বলছে, ৮০ লাখ থেকে এক কোটি তরুণ ভোটার রয়েছে এবারের জাতীয় নির্বাচনে।  

রাজধানীতে ১০টি ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয় এবং মোট ১২টি জেলায় এই গবেষণা কার্যক্রম পরিচালিত করা হয়।  

রাজধানীতে জরিপে অংশগ্রহণ করেন ৩০৫ জন, যার মধ্যে বর্তমান আওয়ামী লীগের সরকারকে চায় ৪৬ দশমিক ছয় শতাংশ। পরিবর্তন চায় ২৮ দশমিক দুই শতাংশ। 

চট্টগ্রামে জরিপে অংশগ্রহণ করেন ২০২ জন, যার মধ্যে বর্তমান আওয়ামী লীগের সরকারকে চায় ৫৩ দশমিক পাঁচ শতাংশ। পরিবর্তন চায় ২৮ দশমিক সাত শতাংশ।

রাজশাহীতে জরিপে অংশগ্রহণ করেন ১৭ জন, এর মধ্যে বর্তমান আওয়ামী লীগের সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ। পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।  

খুলনাতে জরিপে অংশগ্রহণ করেন ৯৯ জন, এর মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারকে চায় ৫১ দশমিক পাঁচ শতাংশ। পরিবর্তন চায় ৩৮ দশমিক চার শতাংশ।

সিলেটে জরিপে অংশগ্রহণ করেন ৫৩ জন, যার মধ্যে বর্তমান আওয়ামী লীগের সরকারকে চায় ৬২ দশমিক তিন শতাংশ। পরিবর্তন চায় ১১ দশমিক তিন শতাংশ।

বরিশালে জরিপে অংশগ্রহণ করেন ৬৪ জন, যার মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক চার শতাংশ। পরিবর্তন চায় ৩৪ দশমিক চার শতাংশ।

ময়মনসিংহে জরিপে অংশগ্রহণ করেন ৯১ জন, এর মধ্যে বর্তমান আওয়ামী লীগের সরকারকে চায় ৭২ দশমিক পাঁচ শতাংশ। পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।

রংপুরে জরিপে অংশগ্রহণ করেন ৯৯ জন, এর মধ্যে বর্তমান আওয়ামী লীগের সরকারকে চায় ৫০ দশমিক পাঁচ শতাংশ। পরিবর্তন চায় ২৩ দশমিক দুই শতাংশ।  

গবেষক ড. আবুল হাসনাত মিল্টন বলেন, ‘তরুণ প্রজন্ম উন্নয়ন চায় এবং তারা দুর্নীতিমুক্ত থাকতে চায়। তবে বর্তমান তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে ৮০ শতাংশ রাজনীতি অপছন্দ করেন।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭