ইনসাইড বাংলাদেশ

ইভিএম পরিচালনায় থাকবে সেনাবাহিনী: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় হেলালুদ্দীন আহমদ বলেন, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সেখানে দায়িত্বে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাদের ইভিএম পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হবে। আমরা সশস্ত্র বাহিনীকে অনুরোধ জানাবো। তারা যদি গ্রহণ করে তাহলে নির্বাচন কমিশন এমন পরিকল্পনা নেবে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

ইসি সচিব আরও বলেন, আগামীকালের মধ্যে জোটে থাকা দলগুলোর নাম না দিলে, জোটগত ভাবে নয়, স্বতন্ত্র নির্বাচন করতে হবে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭