ইনসাইড বাংলাদেশ

বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হয়েছে।

১০ নভেম্বর বিকেল পাঁচটায় বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও কয়েকজন নেতা আসতে দেরি করায় বৈঠক দেরিতে শুরু হয়।

মির্জা ফখরুলের নেতৃত্বে শুরু হওয়া স্থায়ী কমিটির এ বৈঠকে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।

স্থায়ী কমিটির বৈঠক  শেষে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নেতারা। তাঁরা সেখানে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বিএনপির মনোভাব তুলে ধরবেন।

এছাড়া রাত ৮টায় একই জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্থায়ী কমিটির নেতারা। সেখানে বিএনপির নেতারা ওই দুই বৈঠকের সিদ্ধান্ত জানাবেন ঐক্যফ্রন্টের নেতাদের। সেখান থেকেই নির্বাচনে যাওয়া না যাওয়া, জোটবদ্ধ নির্বাচন, আন্দোলন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা ইনসাইডার/এসআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭