ইনসাইড গ্রাউন্ড

কততে নামবেন মুশফিক?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/11/2018


Thumbnail

সিলেট টেস্টের ব্যর্থতার একটি কারণ হিসেবে ধরা হচ্ছে মুশফিকুর রহীমকে ছয়ে নামানোর সিদ্ধান্তকে। মুশফিক বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও অন্যতম সেরা ব্যাটসম্যান। তার মতো একজন দায়িত্বশীল ব্যাটসম্যানকে যেকোন দলই চাইবে তিন কিংবা চারে ব্যাটিংয়ে নামানো হোক। কিন্তু দেশের টেকনিক্যালি সেরা ব্যাটসম্যানকে নামানো হয় ছয় নম্বরে।

উইকেটকিপিংয়ের কারণেই ছয়ে নামতে হয় মুশফিককে। টেস্টে দীর্ঘসময় উইকেটকিপিং করে আবার দ্রুত ব্যাটিংয়ে নামা যেকোনো খেলোয়াড়ের জন্য কঠিন একটা বিষয়। তাই অনেকটা বাধ্য হয়ে মুশফিককে ছয়ে পাঠাতে হয়। 

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনেও একই কথা জানালেন অধিনায়ক রিয়াদ। তিনি বলেন, ‘আমার মনে হয়, তাঁর পাঁচ কিংবা ছয়েই ব্যাট করা উচিত। যেহেতু সে উইকেটকিপিং করছে। ৮০-৯০ ওভার উইকেটকিপিং করে আবার ব্যাটিং করা খুব কঠিন। আমার মনে হয় টিম ম্যানেজম্যান্টও একই কথা ভাবছে। তাঁর ব্যাটিং আমাদের দলের জন্য খুব প্রয়োজন। তাকে সতেজ হওয়ার জন্য সময় দিতে হবে।‘

বাংলা ইনসাইডার/এসএকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭