ইনসাইড গ্রাউন্ড

নির্বাচন করছেন না সাকিব!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/11/2018


Thumbnail

নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার সকাল থেকেই বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা ও সাকিবের নৌকার পক্ষে মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত ছিল ‘টক অব দা টাউন’। কিন্তু শনিবার রাতেই জানা গেল সাকিব আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

রোববার সাকিবের দলীয় মনোনয়নপত্র কেনার কথা ছিল। এর আগে সাকিব নিজেই বলেছিলেন, তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সাকিব মনোনয়ন কেনার সিদ্ধান্ত থেকে সরে আসলেও মাশরাফির ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, মাশরাফি রোববার মনোনয়ন পত্র কেনার জন্য আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে যাবেন।

বাংলা ইনসাইডার/এসএকে 

  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭