ইনসাইড ট্রেড

মেয়েদের তালিকায় থাকুক এই ১০ বিষয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/11/2018


Thumbnail

আমাদের এত বড় পৃথিবীতে মেয়েরা এখনো তাদের কতোছোটই না মনে করে। এর বড় কারণ হলো এই পৃথিবীটাই তাদের প্রতিভা আর যোগ্যতা দেখে নিতে এখনো প্রস্তুত হয়ে ওঠেনি। এই মেয়েদেরই সব ঝড়ঝঞ্ঝার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আছে। তাই তাদের এই মেয়ে হয়ে ওঠার জন্য, লড়াইয়ের ক্ষমতা থাকার জন্য গর্ববোধ হওয়া উচিৎ। আর এজন্য তাদের কিছু বিষয় জীবনের সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতে হবে।

বইকে ভালোবাসুন

নতুন বইয়ের গন্ধ কার আ ভালো লাগে। সবারই জানা আছে যে বইয়ের থেকে ভালো বন্ধু আর কিছু হয়না। এমনটাও বলা হয় যে, বইয়ের সংস্পর্শে থাকা মানেই পুরোপুরি স্মার্ট। তাই ভালোবাসা, প্রেম বা সুন্দর সঙ্গীর পিছনে সময় নষ্ট না করে বইকে আর বইয়ের গন্ধকে ভালোবেসে তার মধ্যে হারিয়ে ‍যান।

পারলে বিশ্বকে ঘুরে দেখুন

ঘরে বসে থেকে কেন হাবিজাবি অনর্থক বিষয় নিয়ে ভাবতে হবে? এতে করে মস্তিস্ক যে আরও এলোমেলো হয়ে যায়, সেটাও তো আমাদের ভাবা উচিৎ। এজন্য সবচেয়ে ভালো হয় আপনার ব্যাগ এবং ব্যাগেজ গুছিয়ে ফেলুন আর বিশ্ব পরিভ্রমণে বেরিয়ে পড়ুন। এই বেরিয়ে পড়া আপনার স্বপ্নের জানালা খুলে দিতে পারবে নিমিষেই। নতুন সূর্যের ছোঁয়া আর সুখের পৃথিবীর রাজ্যের অনভূতি নিন।  

নিজেই নিজের হিরো বা আদর্শ হয়ে যান

আপনি যদি নিজেই নিজের হিরো হন তাহলে সুপারম্যানদের মতো সুপার হিরোদের তো প্রয়োজনই থাকে না। সত্যি বলতে নিজেকে অশুভ কিছু থেকে বাঁচাতে কোনোকিছুরই প্রয়োজন নেই। আপনি একাই যথেষ্ট। নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে আপনার যথেষ্ট যোগ্যতা আছে। এজন্য নিজেকে পরিস্ফুটিত করুন। সবার কাছে আপনিই আদর্শিক হয়ে উঠুন।

সৌন্দর্যের চেয়ে বুদ্ধিমত্তা আর সাহসকে প্রাধান্য দিন

আপনার চারপাশের সবাই আপনাকে আপনার সৌন্দর্য নিয়ে ব্যাপক প্রশংসা করবে। কিন্তু কেউ সহজে আপনাকে সাহসী আর বুদ্ধিমান মেয়ে বলে প্রশংসা খুব কমই করবে। একটা মেয়ে সুন্দর হওয়ার থেকে আরও অনেককিছু্ই হওয়ার আছে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি যেখানেই যান, আপনাকে সৌন্দর্যের মাপকাঠিতে না মেপে সাহসী আর বুদ্ধিমতী বলেই সম্বোধন করে।

উত্থানের সঙ্গে পতনকেও মনে রাখুন

আপনি আপনার সফলতাকেই শুধু মনে রাখবেন, সেটাই শুধু উৎযাপন করবেন তা নয়। ব্যর্থতা বা পতনগুলোকেও মাথায় রাখুন। ব্যর্থতা বা হৃদয়ভাঙার গল্পগুলো সময়ের সঙ্গে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। যে বা যা কিছু আপনার হৃদয়ভাঙার জন্য দায়ী, তাকে দেখিয়ে দিন আপনিও উঠে দাঁড়াতে পারেন। সরাসরি প্রতিশোধ না দিয়ে আপনার কাজের মাধ্যমে দেখিয়ে দিন।

কান্না আসলে কাঁদুন

অনেকে কান্না আসলে সেটা চেপে রেখে দেন। এটা কখনোই উচিৎ না। খারাপ লাগলে কাঁদুন। রাত এলে চুপি চুপি নিজের মতো করে কেঁদে নিন। দেখবেন পরের সকালটা শুরু হচ্ছে একেবারে নতুন আমেজে। আপনি যদি মন ভরে কাঁদতেই না পারেন তবে হৃদয় খুলে হাসতেও পারবেন না। পৃথিবী কি বলবে সেটা নিয়ে অতো ভাববেন না। সেটাই করবেন যেটা আপনার কাছে সঠিক বলে মনে হয়।

অ্যাডভেঞ্চার ভালোবাসুন

রহস্য-রোমাঞ্চ প্রিয় নারী হয়ে উঠুন আর প্রতিনিয়ত অন্তরাত্মা দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন, নতুন কিছু খুঁজুন। এই নতুন রহস্যই বোধহয় আপনাকে স্বপ্নের নতুন পথ দেখাবে। আপনি অনুপ্রাণিত হয়ে উঠবেন আরও বেশি করে। 

ভালো কিছু বন্ধু তৈরি করুন

আপনার চারপাশে প্রচুর মানুষ বাস করে। যাদের মধ্যে কিছু মানুষকে তো অনেক বেশি আপন আর নিজের মনের মতো বলে মনে হবেই। হুম, এদের মাঝেই বানিয়ে ফেলুন কিছু ভালো বন্ধু। তাদের পাশে থাকুন, তাদের পাশে রাখুন। দেখবেন তারাই ভালোলাগার অন্যতম উৎস হয়ে উঠবে।

অবশ্যই স্বপ্নকে সঙ্গে রাখুন

আপনার অবশ্যই কোনো না কোনো স্বপ্ন আছে জীবনে। এই স্বপ্ন আর লক্ষ্যই আপনাকে সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বাঁচার শক্তি জোগাবে। আপনি কতোটা প্রতিকূলতার সঙ্গে ভুগছেন সেটা বিষয় না, এর মাঝেই সামনে এগোনোর পথ আপনি ঠিকই পেয়ে যাবেন।

নিজেকে ভালোবাসুন

সবার আগে প্রয়োজন নিজেকে ভালোবাসা। আপনার নিজেকে পরিবর্তনের প্রথম চাবিকাঠি আপনার কাছেই আছে। সবাইকে খুশি রাখা বা সবার মনোরঞ্জন করাই আপনার মূল কাজ নয়। আপনার নিজের তো একটা পছন্দ-অপছন্দ আছে। সেটা নিয়ে বাঁচুন।

সূত্র: আপলিফটিং স্ট্রিম

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭