ইনসাইড বাংলাদেশ

নির্বাচনে যাচ্ছে বিএনপি ও অন্যান্য সংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/11/2018


Thumbnail

 

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বর্তমান সরকার থাকা অবস্থায়ই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোট এবং দলটির প্রাধান্য নিয়ে গড়া নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্র মতে, তারেকের ওই নির্দেশনার পরই গতকাল শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটি এ নিয়ে দুই জোটের শরিকদের সঙ্গে আলাদা বৈঠক করেছে। বৈঠকে পরিস্থিতি ব্যাখ্যা করে বিএনপি তাদের দলীয় সিদ্ধান্তের কথা জানালে দুই জোটই নির্বাচনে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। (কালের কণ্ঠ)

অন্যান্য সংবাদ

মোহাম্মদপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ২ আহত ১৫

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আওয়ামী লীগের এক গ্রুপের ওপর প্রতিপক্ষের হামলার সময় পিকআপের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। হতাহতরা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটাই নির্বাচনী সহিংসতায় বড় ধরনের প্রাণহানির প্রথম ঘটনা। (যুগান্তর)

বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে চলচ্চিত্র ‘হাসিনা, আ ডটারস টেল’

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একাধিক বায়োপিক, ডকুফিল্ম নির্মাণ করছেন একাধিক তরুণ নির্মাতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘শেখ হাসিনা দ্য লিডার’ ইতিমধ্যে প্রকাশ পেয়ছে। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে প্রথমবারের মতো নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাসিনা, অ্যা ডটারস টেলে’ দেখা যাবে অনন্য সাধারণ এক ব্যক্তিত্বকে। যিনি চেনাজানা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতির পরিচয়ের বাইরের এক ভিন্ন মানুষ। (ইত্তেফাক)

ভোটে মাশরাফি, সাকিব নয়

তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা আজ রোববার আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলবেন। তবে গতকাল শনিবার দিনভর আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে একই গুঞ্জন চললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হচ্ছেন না তিনি। গতকাল  রাতে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী এ সময় সাকিবকে আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওই সময় গণভবনে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।  (সমকাল)

বাংলা ইনসাইডার/এসএইচটি             



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭