ইনসাইড সাইন্স

ডার্ক মোড ব্যাটারি খরচ কমায়: গুগল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/11/2018


Thumbnail

অ্যান্ড্রয়েড ফোনে ডার্ক মোড ব্যাটারি খরচ কমায় বলে অবশেষে নিশ্চিত করেছে গুগল। স্মার্টফোনের ব্যাটারি লাইফ কীভাবে কমে যায় তার কিছু তথ্য প্রকাশ করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল।

গুগল গত সপ্তাহে অ্যান্ড্রয়েড ডেভেলপার সামিটে এই তথ্য সবাইকে জানিয়েছে। ডেভেলপারদের উদ্দেশ্যে বক্তব্যে ব্যাটারি সাশ্রয়ের জন্য কিছু অ্যাপ্লিকেশনের কথাও উল্লেখ করেছে গুগল।

আমাদের সবারই ধারণা, স্ক্রিনের উজ্জ্বলতা ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা। এছাড়াও স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি বলে স্ল্যাশ গিয়ার নামের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে গুগলকে উদ্ধৃত করে।

প্রেজেন্টেশন দেওয়ার সময় গুগল জানায় কীভাবে ডার্ক মোড ব্যবহার করে ৪৩ শতাংশ পর্যন্ত ব্যাটারি সাশ্রয় করা যায়। সেখানে বলা হয়, ফুল ব্রাইটনেসের চেয়ে নরমাল মোড ব্যবহার করে ব্যাটারি সাশ্রয় করা যায়। ইউটিউব অ্যাপ খুব বেশি ব্রাইটনেস ব্যবহার করে এবং ব্যাটারি খরচ বেশি হয়।

গুগল ওই কনফারেন্সে এটাও স্বীকার করেছে যে ডেভেলপারদের হোয়াইট মোড ব্যবহারে উৎসাহিত করাটা তাদের ভুল ছিল। এখন তাদের ঘোষণায় ডার্ক মোডের বিষয়টি উঠে এলো।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭