ইনসাইড গ্রাউন্ড

টানা ৫৫ বছরের রেকর্ড ধরে রাখলেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/11/2018


Thumbnail

বিশ্বের প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড করেন মুশফিকুর রহিম। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে এটি একটি অনন্য রেকর্ড। আর এই রেকর্ড করার পাশাপাশি টানা ৫৫ বছরের ইতিহাসকে নষ্ট হতে দিলেন না মুশফিক।

১৯৬৩ সালে ওয়েস্ট ইন্ডিজের স্যার নরাড হান্টের করা ১৮২ রানের ইনিংসটি ছিল সে বছরের সর্বোচ্চ ব্যক্তিগত রান। এরপর টানা ৫৫ বছরের ক্রিকেট ইতিহাসে কোনো না কোনো দেশের ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন। মুশফিকের সেঞ্চুরির আগে ৫৫ বছরের টানা রেকর্ডটি ভেঙে যাওয়ার আশংকা দেখা দিয়েছিল। কেননা চলতি বছরে এখন পর্যন্ত টেস্টে কেউ ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারেননি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে টেস্টে ডাবল সেঞ্চুরিহীন বছর যাওয়ার শঙ্কা পুরোপুরি বন্ধ করে দিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫২, ১৯৬১ ও ১৯৬৩ এই তিনটি বছর বিশ্ব দেখেনি কোন ডাবল সেঞ্চুরি।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭