ইনসাইড পলিটিক্স

মনোনয়নপত্র সংগ্রহ করেননি লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/11/2018


Thumbnail

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনেননি। এ প্রসঙ্গে কথা বলতে লতিফ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে তো আমি ফর্ম (মনোনয়নপত্র) কিনতে পারি না।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইল-৪ আসন থেকে দুবার নির্বাচিত সংসদ সদস্য লতিফ সিদ্দিকী নিজ এলাকায় জনপ্রিয়। এ আসনে তাঁর বদলে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আওয়ামী লীগের নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে হজ ও তাবলীগ জামায়াত নিয়ে কটূক্তি করায় তাঁকে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং দল থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর শুরু হয়ে আজ সোমবার আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি শেষ হয়।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭