ইনসাইড গ্রাউন্ড

সময়ের হিসেবে শীর্ষে মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/11/2018


Thumbnail

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় ব্যাটিং করার নামের তালিকায় সবার ওপরে নাম লেখালেন মুশফিকুর রহীম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অপরাজিত থেকে শীর্ষে নাম লেখান তিনি। 

মিরপুর টেস্টে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি ও বিশ্বের একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন দেশ সেরা এই ব্যাটসম্যান।

এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। অভিষেক টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন।

তালিকার তিনে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০১৩ সালে গল টেস্টে ৪৯৯ মিনিট ব্যাটিং করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৪৯৩ মিনিট ব্যাটিং করে তালিকার চারে আছেন সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর।

খুলনা টেস্টে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭৩ মিনিট ব্যাটিং করে তালিকায় পাঁচে অবস্থান করছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭