কালার ইনসাইড

ফুটপাতে খাবার বিক্রি করছেন মেহজাবিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/11/2018


Thumbnail

শহরের ফুটপাতে খাবার বিক্রি করছেন। দেড়শ` বা দুইশ` টাকার কাপড় জড়ানো গায়ে। চেহারায় পরিশ্রমের ছাপ। গ্ল্যামার তো দুরের কথা, `দিন আন দিন খাওয়া` সংসারের মেয়ের মতো দেখা যাচ্ছে গ্ল্যামার মেহজাবিনকে। রাজা-রানীর হোটলের পাশেই ফুটপাতে দুটি পাতিলে ভাত-তরকারি নিয়ে তার ভ্রাম্যমান ব্যবসা। নিম্ন আয়ের মানুষেরাই তার ক্রেতা।

বাস্তবে মেহজাবিনের এমন হাল। তবে শুটিংয়ের খাতিরে। টিভি দর্শকরা সাধারণত মেহজাবিনকে ধনী কিংবা মধ্য পরিবারের মেয়ের চরিত্রেই দেখে আসছেন। এবার এ তারকা হাজির হচ্ছেন একেবারে গ্লামারহীন এক চরিত্রে। ‘রাজা রানীর গল্প’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে মেহজাবিনের বিপরীতে রাজা রানী হোটেলের মালিকের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ 

এতে আরও অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ, নিকুল কুমার মন্ডল,তিশা, প্রাণ সারওয়ারসহ অনেকে। শিগগিরই নাটকটি কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭