ইনসাইড বাংলাদেশ

৪ কোটি মানুষের কর দেওয়া উচিত: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের চার কোটি মানুষের কর দেওয়া উচিত। বর্তমানে দিচ্ছে ত্রিশ লাখের মতো। আজ মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

এসময় আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশের ২২ শতাংশ মানুষ অর্থাৎ ৩ কোটি মানুষ এখনো দরিদ্র, এদের টেনে তোলাই চ্যালেঞ্জ।

এনবিআর চেয়ারম্যান মোশাররাফ হোসেন ভূইয়ার  বলেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গে মেলার বন্ধন অনেক নিবিড়।  কর জিডিপি রেসিও এখন আছে ১০ ভাগ, এটাকে আগামী কয়েক বছরে ১৫ ভাগে নিয়ে যেতে হবে।’

আয়কর মেলায় সকাল থেকেই উপচে পড়া ভিড়। করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সবায় দীর্ঘ লাইনে দাড়িয়ে মেলায় প্রবেশ করছে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মেলা খোলা থাকেবে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭