ইনসাইড বাংলাদেশ

ভোট পেছানোর দাবিতে আগামীকাল ইসিতে যাবেন ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আরও পেছানোর দাবিতে আগামীকাল বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনে (ইসি) যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা।   

আজ মঙ্গলবার সকালে ঐক্যফ্রন্টের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন পেছানোর দাবিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে আগামীকাল দুপুর ১২টায় নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়াও ১৬ তারিখ প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হবে।’ 

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭