ইনসাইড গ্রাউন্ড

সাকিবের পর তাইজুলের অনন্য কীর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

বাংলাদেশের হয়ে এর আগে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি ছিল সাকিব আল হাসানের। এবার সাকিবের পর সেই অনন্য কীর্তিতে নাম লেখালেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট নেওয়ার পরের ইনিংসে আবারও ৫ উইকেট নেন সাকিব। এরপর একই বছর পরবর্তী টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংস ৫ উইকেট তুলে নিয়ে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার হ্যাট্রিক করেন সাকিব। সাকিবের কীর্তিটি আলাদা দুইটি দলের হলেও তাইজুলের হ্যাট্রিকটি একটি দলের বিপক্ষেই।

উল্লেখ্য, ১১ তম ব্যাটসম্যান হিসেবে চাতারা ইনজুরির কারণে ক্রিজে নামতে না পাড়ায় তাইজুলের ঘূর্ণিতে ২১৮ রানে পিছিয়ে থেকে ৩০৪ রানেই শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। দেখার বিষয় বাংলাদেশ জিম্বাবুয়েকে ফলোয়নে ফেলে আবারও ব্যাটিং করার আমন্ত্রণ জানায় নাকি নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কালকের দিনের খেলা শুরু করবে।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭