ওয়ার্ল্ড ইনসাইড

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। বিবিসি এ তথ্য জানিয়েছে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় প্যারাডাইস শহর এলাকা দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত আড়াই লাখ মানুষকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দাবানলের সূত্রপাত হয় বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ। রাজ্যের অন্তত তিনটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অবস্থার জন্য দুর্বল বনায়ন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। দাবানলে থেকে বাঁচতে লেডি গাগাসহ হলিউডের বেশ কয়েকজন তারকা বাসস্থান ছেড়েছেন বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭