ইনসাইড গ্রাউন্ড

সময়ের সঙ্গে উইকেটও খারাপ হবে: তাইজুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

ঢাকা টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। কিন্তু টেস্টে ঢাকার উইকেট যেভাবে স্পিন স্বর্গে পরিণত হয় তার থেকে ধীর গতিতেই উইকেট পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন আজকের দিনের সেরা বোলার তাইজুল ইসলাম।

উইকেট যেমননি হোক আশা হারাতে নারাজ ২৬ বছর বয়সী এই স্পিনার। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট আরও বেশি স্পিন নির্ভর হবে বলেই মনে করছেন তাইজুল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি, তারপরও ওরা জুটি করছে। আমরা হতাশ হয়নি। ম্যাচের দুই দিনতো আছেই। উইকেট যত সময় যাবে তত খারাপ হবে। উইকেট কুইক হয়নি। গতকাল শার্প টার্ন থাকলেও আজ তেমনটা ছিল না। ক্র্যাকে পড়ে যেমন টার্ন হওয়া উচিত, সেটা হয়নি।‘

নিজের পারফরম্যান্স ও দলের বর্তমান অবস্থান নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন তাইজুল। তাই ইতিবাচক সবকিছুই ভাবছেন ম্যাচ নিয়ে। ফলোঅন নিয়েও ভাবছেন না তিনি এখন। দল ভালো করলে ইতিবাচক ফলাফল আসবে বলেই মনে করেন তিনি।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭