ইনসাইড বাংলাদেশ

শোডাউন বন্ধে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

নির্বাচন কমিশন (ইসি) প্রচারণার সময় শুরুর আগে নির্বাচনী শোডাউন বন্ধে নির্বাহী আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছে। মনোনয়নপত্র গ্রহণ ও জমাকালে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল শোডাউন, লোক জমায়েত করতে না পারে সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয় ‘তফসিল ঘোষণার পর প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তির মিছিল-শোডাউন আচরণবিধি লঙ্ঘন।’

ইসি সূত্র জানায়, রাজনৈতিক দলের মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মিছিল-শোভাযাত্রার বিষয়টি কমিশনের নজরে এসেছে। দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে চলছে শোডাউন। এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘন।

নির্বাচনী বিধি লঙ্ঘন করলে প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার জরিমানা এবং সর্বোচ্চ শাস্তি প্রর্থিতা বাতিলের ক্ষমতা ইসির রয়েছে। রাজনৈতিক দল বিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭