ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের জন্য এই ম্যাচ হারা কঠিন: টেইলর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

বাংলাদেশ যেই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে রয়েছে সেই অবস্থান থেকে হেরে আসা কঠিন বলেই মনে করছেন জিম্বাবুয়ে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। তার মতে জিম্বাবুয়ের ম্যাচে টিকে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন ছিল সেটা তাঁরা করতে পারেনি।

টেইলর বলেন, ‘আমাদের সুযোগ তৈরির জন্য প্রথম ইনিংসে ৪০০-৫০০ রান করা দরকার ছিল। দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো খেলতে হবে। আমাদের চেষ্টা থাকবে সিরিজ জেতার। কিন্তু আগামীকাল এটা আরও কঠিন হবে। আমরা যদি পঞ্চম দিনে যাই সে ক্ষেত্রে উইকেটে আরও ভাঙন ধরবে এবং সেটা কঠিন করে তুলবে। তাইজুল যেহেতু পাঁচ উইকেট পেয়েছে দ্বিতীয় ইনিংসে তাঁকে মোকাবেলা করা আরও কঠিন হবে।‘

দিন শেষে যে ম্যাচে ফেরা জিম্বাবুয়ের জন্য কঠিন সেটা মেনে নিয়েছেন টেইলর। শুধু তাই নয় তাঁদের পক্ষে ড্র করা হবে বিস্ময়কর। তিনি বলেন ,’এখনও সব শেষ হয়ে যায়নি। এমনকি ড্র করাটাও আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের বিশ্বাসটা থাকতে হবে যে আমাদের ব্যাটসম্যান আছে এবং তাদের সেই মানসিক শক্তি দেখাতে হবে এটা করার জন্য।’

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭