ইনসাইড বাংলাদেশ

সুনামগঞ্জ-১: আ.লীগ-বিএনপি’সহ ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/11/2018


Thumbnail

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ- ধর্মপাশা ও মধ্যনগর) আওয়ামী লীগের ১৫ জন, বিএনপি ৭ জন এবং ইসলামী ঐক্যজোটের একজন প্রার্থীসহ মোট ২৩ জন মনোনয়ন প্রত্যাশী নিজ নিজ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্ধের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।      

আজ মঙ্গলবার পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন, বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল, কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, প্রয়াত সংসদ সদস্য আবদুস জহুরের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্ন সচিব বিনয়ভূষণ তালুকদার ভানু, প্রয়াত সংসদ সদস্য আবদুল হেকিম চৌধুরীর ছেলে আওয়ামীলীগ নেতা রফিকুল হাসান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, প্রবাসী আওয়ামীলীগ নেতা শক্তিপদ রায়, সুনামগঞ্জ চেম্বার্স অব কমাস’র সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ব্যারিস্টার মো. কাওছার।’ 

অপরদিকে একই আসনে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিএনপির ৭ জন মনোনয়নপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্ধের নিকট জমা দিয়েছেন। বিএনপির যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক ডা. রফিক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, যুগ্ন সম্পাদক শাবির সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ শান্ত, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালেব খান, যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দি লিটন। ’

এছাড়াও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মাওলানা মো. আশরাফ আলী এ আসন থেকে প্রার্থী হিসাবে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্ধের নিকট তাঁর মনোনরপত্র জমা দেন।

এই আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী একজনই তবে আওয়ামী লীগ, বিএনপি থেকে কে মনোনয়ন পাবে, তা জানতে আরও কিছু দিন অপেক্ষা করতেই হবে।

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭