ইনসাইড পলিটিক্স

 ‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই হামলা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাতেই নয়াপল্টনে পুলিশি হামলা হয়েছে।’ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুপুর একটা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব ঐ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিএনপি যেন নির্বাচনে না আসতে পারে সেজন্য সরকার সবকিছুই করছে। সরকার ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করতে চায়। আমরা যখন নির্বাচনের পরিবেশ না থাকা সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি, তখন এই ঘটনা সরকারের অভিপ্রায় পরিষ্কার করে দিয়েছে।’ কিন্তু পুলিশের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের আগুন লাগানোর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, তাই জানি না।’  বিএনপির একটি অংশ নির্বাচন চায় না, তারাই এ ঘটনা ঘটিয়েছে কিনা জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, ‘এমন তথ্য আমার কাছে নেই।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭