ইনসাইড পলিটিক্স

নির্বাচন বিরোধীদের পরিকল্পিত তাণ্ডব?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

কোনো দাবি আদায় ছাড়াই বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত মেনে নেয়নি বিএনপির তৃণমূলের এক বিরাট অংশ। আজ দুপুরে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে তাণ্ডব তারাই ঘটিয়েছে বলে দাবি বিএনপির একটি অংশের। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিনা উস্কানিতেই পুলিশের উপর হামলা চালায় বিএনপির একটি অংশ। তারা নির্বিচারে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জানা গেছে, গত দুইদিন ধরেই বিএনপির একটি অংশ এভাবে নির্বাচনে যাওয়া নিয়ে নেতৃবৃন্দের সমালোচনা করছিলেন। বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং রুহুল কবির রিজভী এভাবে নির্বাচনে যাবার ঘোর বিরোধী ছিলেন। তাদের কর্মীরা গত দুই দিন ধরেই নির্বাচন বিরোধী শ্লোগান দিচ্ছিল। কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বাংলা ইনসাইডারকে বলেন, ‘আমরা তাঁদের রাস্তার একটি অংশ ছেড়ে দেওয়ার অনুরোধ করতেই তারা আমাদের উপর চড়াও হয়।’ অনুসন্ধানে জানা গেছে, নির্বাচন বানচালের জন্য একটি পরিস্থিতি সৃষ্টির আলাপ-আলোচনা বেশ কিছুদিন ধরেই বিএনপির মধ্যে ছিল। তারা চাইছিল একটা পরিস্থিতি তৈরি করতে। বিএনপির নির্বাচন বিরোধীদের পরিকল্পিত এই হামলা কতদূর গড়ায় তাই দেখার বিষয়।    



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭