ইনসাইড পলিটিক্স

মহাজোটে জাপা যে ১০০ আসন চায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইছে জাতীয় পার্টি (জাপা)। জাপা’র এ ধরনের দাবিকে আওয়ামী লীগ মনে করছে, এটি জাপা’র অবাস্তব দাবি। জাতীয় পার্টিকে ৩০টির বেশি আসন দিতে আওয়ামী লীগ আগ্রহী নয়।

জাপা আওয়ামী লীগ থেকে যে ১০০টি আসন চাইছে, তাঁর একটি খসড়া তালিকা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবারের পার্লামেন্টের সভায় জাপা’র যে তালিকা দেওয়া হয়েছে সেটি নিচে তুলে ধরা হলো:

১.  পঞ্চগড়-১

২.  ঠাকুরগাঁও-৩

৩.  দিনাজপুর-১

৪.  দিনাজপুর-৬

৫.  নীলফামারী-৩

৬.  নীলফামারী-৪

৭.  লালমনিরহাট-১

৮.  লালমনিরহাট-২

৯.  লালমনিরহাট-৩

১০. রংপুর-১

১১. রংপুর-২

১২. রংপুর-৩

১৩. রংপুর-৪

১৪. রংপুর-৫

১৫. রংপুর-৬

১৬. কুড়িগ্রাম-১

১৭. কুড়িগ্রাম-২

১৮. কুড়িগ্রাম-৩

১৯. গাইবান্ধা-১

২০. গাইবান্ধা-৩

২১. গাইবান্ধা-৪

২২. জয়পুরহাট-১

২৩. বগুড়া-২

২৪. বগুড়া-৩

২৫. বগুড়া-৪

২৬. বগুড়া-৫

২৭. বগুড়া-৬

২৮. চাঁপাইনবাবগঞ্জ-১

২৯. চাঁপাইনবাবগঞ্জ-২

৩০. নওগাঁ-১

৩১. নওগাঁ-২

৩২. নওগাঁ-৩

৩৩. রাজশাহী-১

৩৪. রাজশাহী-৩

৩৫. নাটোর-১

৩৬. নাটোর-২

৩৭. নাটোর-৪

৩৮. পাবনা-৩

৩৯. পাবনা-৪

৪০. পাবনা-৫

৪১. মেহেরপুর-২

৪২. চুয়াডাঙা-১

৪৩. ঝিনাইদহ-১

৪৪. যশোর-২

৪৫. যশোর-৩

৪৬. যশোর-৪

৪৭. যশোর-৫

৪৮. খুলনা-২

৪৯. খুলনা-৪

৫০. সাতক্ষীরা-১

৫১. বরগুনা-১

৫২. পটুয়াখালী-১

৫৩. বরিশাল-৩

৫৪. বরিশাল-৪

৫৫. বরিশাল-৬

৫৬. ময়মনসিংহ-৪

৫৭. ময়মনসিংহ-৭

৫৮. ময়মনসিংহ-৮

৫৯. কিশোরগঞ্জ-৩

৬০. ঢাকা-১

৬১. ঢাকা-৪

৬২. ঢাকা-৫

৬৩. ঢাকা-৬

৬৪. ঢাকা- ১১

৬৫. ঢাকা-১৪

৬৬. ঢাকা-১৭

৬৭. ঢাকা-১৮

৬৮. ঢাকা-১৯

৬৯. ঢাকা-২০

৭০. নরসিংদী-২

৭১. নরসিংদী-৩

৭২. নারায়ণগঞ্জ-৩

৭৩. নারায়ণগঞ্জ-৫

৭৪. সুনামগঞ্জ-১

৭৫. সুনামগঞ্জ-৪

৭৬. সিলেট-২

৭৭. সিলেট-৩

৭৮. সিলেট-৫

৭৯. মৌলভীবাজার-২

৮০. হবিগঞ্জ-১

৮১. হবিগঞ্জ-২

৮২. হবিগঞ্জ-৩

৮৩. ব্রাহ্মণবাড়িয়া-১

৮৪. ব্রাহ্মণবাড়িয়া-২

৮৫. কুমিল্লা-২

৮৬. কুমিল্লা-৩

৮৭. কুমিল্লা-৪

৮৮. কুমিল্লা-৮

৮৯. চাঁদপুর-৪

৯০. ফেনী-৩

৯১. লক্ষ্মীপুর-২

৯২. চট্টগ্রাম-৩

৯৩. চট্টগ্রাম-৪

৯৪. চট্টগ্রাম-৫

৯৫. চট্টগ্রাম-৯

৯৬. কক্সবাজার-১

৯৭. কক্সবাজার-২

৯৮. কক্সবাজার-৪

৯৯. পার্বত্য খাগড়াছড়ি

১০০. পার্বত্য রাঙামাটি

বাংলা ইনসাইডার/জেডআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭