ইনসাইড বাংলাদেশ

‘নয়াপল্টনে পুলিশের ওপর হামলা পরিকল্পিত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা পরিকল্পিত।’  

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মনে করি পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। যখন দেশ একটি সুন্দর নির্বাচনের দিকে এগোচ্ছে। দেশের মানুষ যখন একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে, সেই সময়ে এমন পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়েছে এবং ১৬ জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন। আমরা মনে করি নাশকতা তৈরি করে, ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন বানচালের অপচেষ্টা এটা। পুলিশের ওপর হঠাৎ আক্রমণ আমাদের সেটাই মনে করিয়ে দেয়।’

ভিডিও ফুটেজ দেখে হামলাকারী এবং যারা গাড়ি পুড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭