কালার ইনসাইড

রাজীবের মুখে জনপ্রিয় যত সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

অভিনয় দক্ষতার সাথে তার ঝাঁঝালো ভরাট কণ্ঠ, ভয়ানক চোখ খলনায়ক হিসেবে রাজীবকে দিয়েছিলো অনন্য জনপ্রিয়তা। সবচেয়ে আকর্ষণীয় ছিল তার ভরাট কন্ঠের সংলাপ। বিভিন্ন ছবিতে মজার আর ভয়ংকর কিছু সংলাপ তিনি ব্যবহার করতেন। সেগুলো মানুষের মুখে মুখে বহুদিন ধরে জায়গা করে ছিল।

যেমন কোনো কাজে কর্মে বা কারো উপর বিরক্ত হলেই বলতে শোনা যায় ‘শান্তি নাইরে শান্তি নাই’। এই সংলাপটি ‘মীরজাফর’ নামের চলচ্চিত্রে বিখ্যাত হয়েছিলো রাজীবের মুখে। কথায় কথায় তিনি বলতেন ‘শান্তি নাইরে শান্তি নাই কবরে গিয়াও শান্তি নাই‌’। সেই ডায়ালগ লুফে নিয়েছিলো দর্শক।

এছাড়া আরও কিছু সংলাপ ছিলো রাজীবের, যা জনপ্রিয়। সেসবের খোঁজ আবার জানা যাক:

আমি মাইন্ড করলাম – দাঙ্গা

ইল বাবা ইল ইল – চাঁদাবাজ

রাজনীতিতে একটা কথা আছে – বিক্ষোভ

শান্তি নাইরে শান্তি নাই কবরে গিয়াও শান্তি নাই – মীরজাফর

আমার চেহারা মাপ আমি আরজুর বাপ – আসামী গ্রেফতার

ইলু ইলু – শেষ সংগ্রাম

কী আনন্দ কী আনন্দ – হিংসার আগুন

আমি এল এল বি লাইফ লং ব্যাচেলর – বিদ্রোহী সন্তান

আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি – লক্ষীর সংসার

আপনি পঁচা – খলনায়ক

আমি ছিলাম আমি আছি আমি থাকব – মিথ্যার রাজা

কী আশচাইযো – ত্রাস



বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭