ইনসাইড বাংলাদেশ

‘ঐক্যফ্রন্টের দাবি বিবেচনা করবে ইসি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি করেছি আমরা। এছাড়াও খালেদা জিয়ার মুক্তি দাবিও করেছি। দাবিগুলো নির্বাচন কমিশন (ইসি) বিবেচনা করবে দেখবে বলে আমাদেরকে আশ্বাসও দিয়েছেন। কমিশনের বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।’  

আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি। আজকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে যে হামলার ঘটনা ঘটেছে, তাতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দুঃখ প্রকাশ করেছেন।’

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। এবং প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন কমিশনের নেতৃত্ব দেন।  

ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোদাব্বির খান, এস এম আকরাম, আবদুল মালেক রতন প্রমুখ।

উল্লেখ্য, পুনঃ তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭