ইনসাইড বাংলাদেশ

খালেদা জিয়ার রায়ের কপি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডাদেশের রায়ের সার্টিফায়েড কপি খালেদা জিয়ার আইনজীবীদের কাছে হস্তান্তর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের পেশকার মোকাররম হোসেন ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফায়েট কপি সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহের কাছে হস্তান্তার করেন।

খালেদার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ‘এ মামলায় খালেদার জামিন ও রায়ের বিরুদ্ধে আমরা খুব শিগরই উচ্চ আদালতে আবেদন করব।’

গত ৩০ অক্টোবর বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফায়েড কপির জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ।

উল্লেখ্য গত ২৯ অক্টোবর এ মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালত। রায়ে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর তিন আসামিকেও একই শাস্তির আদেশ দেন আদালত।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭