ওয়ার্ল্ড ইনসাইড

বেলুগা তিমির মুক্তির জন্য নয় হাজার কি.মি. পথ পাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

চীনের এক মেরিন পার্কে দশ বছর খেলা দেখিয়েছে দুটো তিমি। অতঃপর কর্তৃপক্ষ তাদের মুক্ত করে দেবার সিদ্ধান্ত নেয়।

লিটল গ্রে আর লিটল হোয়াইট মুক্তির জন্য নয় হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। দুই বছর বয়সে এই বেলুগা তিমি দুইটি ধরা পড়ে। তারপর থেকে চীনে সাংহাইতে এক মেরিন পার্কে তারা খেলা দেখাতো। কিন্তু বেলুগা তিমি বন্দী থাকা খুব কষ্টের। ফলে ২০১২ সাল থেকে পার্কের মালিকরা ঠিক করলেন তিমি দুইটিকে মুক্ত করে দেবেন। কিন্তু ১০ বছর বন্দি থাকায় এখন মুক্ত পরিবেশে টিকে থাকা শিখতে হবে। সেজন্য তাদের আইসল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সাংহাই থেকে তাদের বিমানে করে আনা হচ্ছে, এরপর তাদের একটি বিশেষ সমুদ্রপথে গন্তব্যে পাঠানো হবে। বেলুগা তিমির জন্য বিশ্বের প্রথম অভয়ারণ্যে যাবে তারা। মুক্ত হয়ে তিমি দুটো তাদের বাকি জীবন অভয়ারণ্যে কাটাবে বলে আশা করা হচ্ছে। তারা যদি ভালোমতো থাকতে পারে তাহলে অন্য বন্দি তিমিদের জন্যও সেটি একটা ভালো ব্যাপার হবে অবশ্যই।

উল্লেখ্য, এর আগে সেখানে কিকো নামে আরেকটি তিমিকে ছেড়ে দেওয়ার জন্য আনা হয়েছিল ২০০২ সালে। কিন্তু মুক্ত জীবনে এটি টিকতে পারেনি। একবছরের মধ্যেই তিমিটি মারা গিয়েছিল।

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭