ইনসাইড গ্রাউন্ড

মাঠে সেজদার ব্যাখ্যা দিলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আজ ৮ বছর পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেঞ্চুরি করার পর হেলমেট খুলে তাতে চুমু খেয়ে প্রেসবক্স প্রান্তের দিকে দৌঁড়ে এসে সেজদা দেন তিনি। ক্রিকেটে এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। কিন্ত প্রথমবারের মতো দর্শকরা দেখল ভিন্ন কিছু। রিয়াদের পাশাপাশি ২৭ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজও সেজদা দিলেন।

দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের সেজদার ব্যাখ্যা দেন মিরাজ। তিনি বলেন, আসলে খুব ভালো লেগেছিল। নিজের অনুভূতিটা ধরে রাখতে পারিনি। তাই রিয়াদ ভাই’র সঙ্গে  আমিও সেজদা দিয়েছি। মিরাজ আরও বলেন, একটা জিনিস দেখেন অনেক দিন ধরে আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না। কিন্তু এই ম্যাচটায় আমাদের অনেক প্রাপ্তি ছিল। দেখেন যে মুশফিক ভাই ডাবল সেঞ্চুরি করেছে। তারপরে মুমিনুল ভাই দেড়শ করেছে, রিয়াদ ভাই সেঞ্চুরি করেছে, মিঠুন ভাই  ৫০ করেছে, আমিও একটা ৫০ করেছি। আমার খুব ভাল লাগছে যে, আমাদের ব্যাটসম্যানরা রানে ফিরেছে এবং ওদের ওপর ডমিনেট করছি। এটা কিন্তু দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে ব্যাটসম্যানরা যদি রান করে, ডমিনেট করে তাহলে দল অনেক ভাল খেলে। তো এই খুশিতে সেজদাটা দেওয়া।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭