ইনসাইড গ্রাউন্ড

ম্যাচটা আমাদের দিকেই আছে: মিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে হলে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। আগামীকাল সারা দিনের তিন সেশনে এই ৮ টি উইকেট নিতে হবে টাইগারদের। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সংবাদ মাধ্যমকে জানান, ম্যাচটি বাংলাদেশের পক্ষেই আছে। 

মিরাজ বলেন, আমরা সাড়ে চারশ`র মত টার্গেট দিয়েছি। ওদের দুই উইকেট শিকার করেছি। কাল একটা দিন আছে, তিনটা সেশন আছে। আমাদের বোলাররা যদি ভাল লেন্থে বল করতে পারে, তাহলে ম্যাচটা আমাদের দিকেই আছে। বাংলাদেশ দলেত দ্বিতীয় ইনিংস ঘোষণা নিয়ে তিনি জানান,  আমাদের প্রথম চিন্তা ছিল সেইফ থাকা। প্রথমে আমাদের সেইফ জোনে যেতে হবে। আমাদের দ্রুত কিছু উইকেটের পতন ঘটেছে। আমরা কিন্ত তখন ব্যাকফুটে ছিলাম। রিয়াদ ভাই ও মিথুন ভাই একটা ভালো জুটি গড়েছে বলে আমাদের রানটা বেড়ে গেছে। আমাদের চিন্তা ছিল ৪০০ প্লাস রান করার। ৪০০ প্লাস করতে পারলে আমরা অন্তত সেইফ থাকব। আমরা যদি ওদের চার সেশন বা আরেকটু বেশি দিতে পারি, তাহলেই হয়ে যাবে। আমরা যেমন পরিকল্পনা করছিলাম সেই অনুযায়ী ভালোই হয়েছে।

শেষ দিন পিচ কেমন হতে পারে এ প্রসঙ্গে মিরাজ বলেন, কাল সবার আগে আমাদের ভালো জায়গায় বোলিংটা করতে হবে। চারদিন গেছে তারপর উইকেট অতটা স্লো হয়নি। দুই একটা বল হচ্ছে। এটা হবেই স্বাভাবিক। আমাদের মানসিকতা ওইভাবে থাকতে হবে। বোলারদের অনেক কষ্ট করতে হবে। কারণ কাল উইকেট আরো পাল্টাবে। তাই আমাদের টার্গেট থাকবে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা। তাছাড়া কাল একটা নতুন দিন। সেভাবেই চ্যালেঞ্জটা নিতে হবে। আমরা চেস্টা করব সবটা দিয়ে ম্যাচ জিততে।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭