ইনসাইড গ্রাউন্ড

ব্যাট হাতে প্রথমদিন ব্যথা অনুভব করেননি সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিব আল হাসানের খেলা নিয়ে এখনও সংশয়ের কমতি নেই। তবে খুশির সংবাদ হচ্ছে  আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে সাকিব বলেন, মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আস্তে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বুঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বাকিটা বুঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থা হয়।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিং নিয়েও কাজ করবেন সাকিব। তিনি বলেন, সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করব। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। ইমপ্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে ফেরার জন্য উদগ্রীব সাকিব তা তাঁর প্রস্তুতিতেই অনুমান করা যায়। ২২ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে। হাতে এখনও বেশ কিছুটা সময় আছে, তাই ক্যারিবীয়দের বিপক্ষে শুরু থেকেই সাকিবের ফেরার সম্ভাবনা অনেক।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭