ইনসাইড ট্রেড

ক্যান্ডিতে প্রথম ইনিংসে ২৫৯ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/11/2018


Thumbnail

শ্রীলঙ্কা-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ২৫৯ রানে পিছিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। দিনশেষে তাঁদের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। ইংল্যান্ড তাঁদের প্রথম ইনিংসে ২৮৫ রানে অলআউট হয়।

ক্যান্ডিতে টসে জিতে ব্যাট করতে নেমে ৭ রানেই উইকেট হারায় সফরকারী ইংল্যান্ড। ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার সুরাঙ্গা লাকমল। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮৯ রানেই ৪ উইকেট হারায় তাঁরা। বাটলারের ৬৩ ও কারানের ৬৪ রানে ভর করে ২৮৫ রানে শেষ হয় তাঁদের প্রথম ইনিংস। শেষ উইকেট জুটিতে জেমস অ্যান্ডারসনকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন কারান। শ্রীলঙ্কার পক্ষে দিলরুয়ান সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩ উইকেট পান পুষ্পাকুমারা। শেষ বিকেলে ১২ ওভার ব্যাট করে  কুশল সিলভার উইকেট হারিয়ে ২৬ রান করে শ্রীলঙ্কা।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭