ইনসাইড গ্রাউন্ড

ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2018


Thumbnail

আগেই নিশ্চিত করা হয়েছিল তিন ভাগে বিভক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে আসবে। প্রথম অংশে ১০ জন সদস্য আসবে। গতকাল বিকেল ৪ টা ১৫ মিনিটে ঢাকায় পা রাখে ক্যারিবীয় ১২ সদস্যের দল। বিমানবন্দর থেকেই তাঁরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে। দলটির বাকি সদস্যরা সরাসরি চট্টগ্রামে যোগ দিবে।

আগামী ১৮ ও ১৯ তারিখ বিসিবি একাদশের সঙ্গে তাঁদের দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে, এ ম্যাচের জন্য গতকাল বিসিবি ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার কথা ছিল আজ ১৫ নভেম্বর। ভারতের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার ফলে একদিন আগেই দলের একটি অংশ বাংলাদেশে আগেই চলে আসে।

আগামী ২২ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এ সফরে দুই টেস্টের পাশাপাশি ৩ টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৯ ও ১১ ডিসেম্বর ঢাকায় দুটি এবং ১৪ ডিসেম্বর সিলেটে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুইদল। ১৭ ডিসেম্বর সিলেটে হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি টি-টোয়েন্টি ২০ ও ২২ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে।

বাংলা ইনসাইডার/এজেএস/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭