ইনসাইড গ্রাউন্ড

তামিম-মুশফিকের হাতে ১০ হাজার রানের মাইলফলকের স্মারক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2018


Thumbnail

তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলকে আগেই নাম লিখিয়ে ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সেই তালিকায় নাম লেখালেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৯ রানে অপরাজিত থাকার দিনে ১০ হাজার রানের মাইলফলকে নাম লেখান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মুশফিকের এমন স্মরণীয় কীর্তিকে আরও স্মরণীয় করে রাখতে বিশেষ সম্মানে ভূষিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাদা ব্লেজার ও বিশেষভাবে তৈরি ক্রেস্ট সম্মাননার উপহার হিসেবে তুলে দেওয়া হয় তামিম ও মুশফিকের হাতে। ক্রেস্টটি এই দুইজনের হাতে তুলে দেন বিসিবি প্রধান পাপন। আর দুই খেলোয়াড়কে ব্রেজার পরিয়ে দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বাংলা ইনসাইডার/এসএকে   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭