ইনসাইড গ্রাউন্ড

‘আমাদের চোখের পানি কেউ দেখে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/11/2018


Thumbnail

সিলেটে চরম ব্যর্থতার পর ঢাকায় প্রত্যাশা পূরণে শতভাগ নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। কোনো অঘটন নয়, খেলেই প্রত্যাশিত জয় আদায় করে নিয়েছে টাইগাররা। সিরিজ জিততে না পারলেও সিরিজটি ছিল খেলোয়াড়দের রানে ফেরার সিরিজ। খেলোয়াড়দের রানে ফেরায় দেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় নিয়েও আত্মতুষ্টিতে ভুগছেন না টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ঝেড়ে ফেললেন নিজের ভেতরের আবেগ। তিনি বলেন, ‘দেখুন, আপনি যদি ম্যাচ জিতেন তাহলে অবশ্যই আপনার আনন্দ লাগা উচিত। ম্যাচ জিতলে ওতটুকু অধিকার থাকে আনন্দ প্রকাশের। আমরা যখন বাজে খেলি, ড্রেসিং রুমে মনটা আমাদেরই বেশি খারাপ হয়। আমাদের চোখের পানি কেউ দেখে না। আমরা এটা কাউকে বলিও না। এখানে কমপেয়ারিজমের কোন ইস্যু নেই, স্বস্তিও না, আনন্দও না।’

রিয়াদের কথায় এটা স্পষ্ট যে সিলেট টেস্টে বাংলাদেশের ব্যর্থতার কারণে যত সমালোচনা শুনতে হয়েছে তাকে, এটার কারণেই সংবাদ সম্মেলনে তার এমন আবগের বহিঃপ্রকাশ।

বাংলা ইনসাইডার/এসএকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭